মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
গজারিয়া উপজেলার এলাকায় মেঘনা তীরবর্তী দৌলতপুরে ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় উত্তোজিত গ্রামবাসীরা বালু দস্যুদের ধাওয়া দিয়েছে। আর এই ঘটনার পরপরই অবৈধভাবে বালু উত্তোলনকারীরা সেখান থেকে পিছুটান দিয়েছে।
গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নয়ানগর, চরকালীপুরা এবং দৌলতপুর গ্রামের প্রায় ৫ শতাধিক জনতা ট্রলারযোগে বালু দস্যুদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বালু দস্যুরা পালিয়ে যায়। বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নয়ানগর লঞ্চঘাট হতে চরকালীপুরার মাঝ নদীতে ইজারা নিয়েছে বালু মহলের লোকজন। কিন্তু তারা
ইজারাকৃত সীমানা অতিক্রম করে দৌলতপুর এলাকার নদী তীরবর্তী ফসলী জমির বালু কেটে নিয়ে যায়। এতে করে ফসলী জমি, বসতবাড়ী এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে। গ্রামবাসীদের বাঁধা অমান্য করে প্রতিদিনের মত আজও বালু কাটছিলো বালু দস্যুরা। পরে বিভিন্ন গ্রামের জমির মালিকরা ট্রলারযোগে বালু কাটার সাথে জড়িতদের ধাওয়া করে এলাকা ছাড়া করে।
নদীর তীরে বালু কাটার বিষয়টি অস্বীকার করে বালু মহাল ইজারা পক্ষে মো: আফছার উদ্দিন ভূইয়া জানান, আমরা আমাদের ইজারাকৃত জায়গায় বালু উত্তোলন করি । গ্রামবাসীরা না বুঝেই আমাদের ধাওয়া দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়।