শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
সিরাজদিখানে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. হাসান আলী (৪০) কে ৫ বছর পর পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। গতকাল শুক্রবার বিকালে তাকে মুন্সিগঞ্জ আদালত হাজতে পাঠানো হয়েছে।
নেত্রকোনা সদর থানার ২১-(১)-১৩ নং হত্যা মামলা ও দায়রা ২৩১/১৪ নং মামলার আসামী সে। হাসান আলী সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের কুমারখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বালুচর থেকে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। সে ২০১৩ সালে নেত্রকোনা থানার একটি হত্যা মামলার মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত পলাতক আসামী। আজ (শুক্রবার) বিকালে তাকে মুন্সিগঞ্জ আদালত হাজতে পাঠানো হয়েছে।