
নিজস্ব প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম: বুধবার চাঁদপুর শিল্পকলা একাডেমি মঞ্চ থেকে দশম চতুরঙ্গ ইলিশ উৎসব সম্মাননা গ্রহণ করলেন মুন্সিগঞ্জের তরুণ কবি অয়ন সাঈদ। এসময় কবি অয়ন সাঈদের হাতে সম্মাননা পদকটি তুলে দেন মুন্সিগঞ্জ কবি পরিষদের সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল, ইলিশ উৎসব কর্মকর্তা হারুন আল রশিদ, কবি ফরিদ হাসান, মুন্সিগঞ্জ অনলাইন সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম, আবৃত্তি শিল্পী পিযুস কান্তি রায় চৌধুরী ও আমান শেখ।

এই ইলিশ উৎসবে উপমহাদেশের প্রায় অর্ধশতাধিক কবি তাদের কবিতা পাঠান সেখান থেকে বাছাই করে এগার জন কবি কে সম্মাননা দেওয়া হয়। মুন্সিগঞ্জের কবি অয়ন সাঈদ পুরস্কার প্রাপ্ত এগার জন কবির অন্যতম। অয়ন সাঈদ এর এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন মুন্সিগঞ্জ কবি পরিষদ সাধারণ সম্পাদক কবি সুমন ইসলাম, কোষাধ্যক্ষ কবি অনু ইসলাম সাহিত্য পরিষদ সদস্য শামসুল হুদা হিটু, নাসরিন শিমু।

কবি অয়ন সাঈদ এর জন্ম ১৯৯১ সালের ১৮ই ফেব্রুয়ারী, বাবা প্রয়াত কবি আমান সাঈদ মা সুফিয়া বেগম। কবি অয়ন সাঈদ এই পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে বলেন আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।