তুষার আহমেদ, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনী মাঠে আবারো ফিরে এসেছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।
তিনি মুন্সিগঞ্জ ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু যাচাই বাছাইয়ের দিনে তার সেই মনোনয়নপত্র মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং অফিস থেকে বাতিল হয়ে যায়। আর সেই বাতিলকে চ্যালেঞ্জ করে চৌধুরী ফাহরিয়া আফরিন বাংলাদেশ নির্বাচন সচিবালয়ের আপিল বোর্ডে মনোনয়নের বৈধতার পক্ষে আপিল করেন। সেই আপিলে তিনি আপিলের শেষদিন ৮ ডিসেম্বর আপিল বোর্ড চৌধুরী ফারিয়া আফরিন এর পক্ষে রায় প্রদান করেন।
এর ফলে চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সিগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বনদ্বিতা করছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করা হচ্ছে বলে জোড় গুঞ্জন শোনা গেছে।
কিন্তু শেষ পর্যন্ত সেই ধরণের কোন ঘটনাই ঘটে নাই।