সব মানুষের সৃজন প্রয়াসী অনলাইন পোর্টাল:
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
তুষার আহমেদ:
লৌহজংয়ের পদ্মা নদী থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মাওয়া পুরাতন ফেরী ঘাট এলাকার সংলগ্ন পদ্মা নদী হতে ওই অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ।
মাওয়া নৌ-ফাড়ীর ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, পদ্মায় ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে লৌহজং থানা পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে। এসময় লাশের পেছনে পিঠের দিকে ও গলায় আঘাতের চিহ্ন সহ পায়ে ইট বাধা দেখতে পাওয়া যায়।
। মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ও জানা যাবে।