৪ঠা সেপ্টেম্বর ২০১৯, বুধবার, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
র্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গত ০৩/০৯/২০১৯ তারিখে আনুমানিক ২২.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন মহেশপুর গ্রামস্থ মোঃ ইউসুফ ফকির (৪০) এর বসতবাড়ির দোতলা বিল্ডিং এর ২য় তলার পশ্চিম পাশের সর্বশেষ কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক (ইয়াবা ট্যাবলেট ও বিয়ার) বিক্রির উদ্দেশ্যে করিতেছে।
এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আনুমানিক ২৩.২০ ঘটিকার সময় উল্লেখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করলে নিম্মলিখিত মাদক
ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১ জন-
১। মোঃ ইউসুফ ফকির (৪০), পিতা-মৃত লাল মিয়া ফকির, গ্রাম-মহেশপুর, থানা-মুন্সীগঞ্জ সদর, জেলা-মুন্সীগঞ্জ ।
বর্ণিত মাদক ব্যবসায়ীর নিকট হতে উদ্ধারকৃত মালামাল-
০১। ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট ।
০২। ০২ ক্যান বিয়ার ।
০৩। মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট ০১ টি।
০৪। মাদক বিক্রির নগদ ৬,০৮,২০০/- টাকা
উল্লেখ্য যে, বর্ণিত শীর্ষ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় শীর্ষ মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
প্রেস বিজ্ঞপ্তি