মোহাম্মদ লুৎফর গাজী: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পূর্ব রাখি কান্দিতে মাদার বাঁশ ও মসজিদ দুই দলের মধ্যে গতকাল সকাল ৮টার দিকে সংঘর্ষ বাঁধে। জানা গেছে, প্রতি বছর বার্ষিকী পালনে লক্ষ্যে মাদার বাঁশ গ্রুপ গ্রামে গ্রামে ঘুরে তোলা তুলে।
এ তোলা তুলে এ দলের পূর্ব রাখি কান্দি গ্রামে পৌছলে সেখানকার একটি মসজিদের মুফতি মাওলানা হাফিজ উদ্দিন এতে বাধ সাধে।
এর ফলে সেখানে এ নিয়ে দুটি গ্রুপ দুটি শিবিবের বিভক্ত হয়ে পরে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে টান টান উত্তেজনা দেখা দিলে সেই ইউনিয়নের চেয়ারম্যান মো: লিটন বিষয়টি মিমাংসার লক্ষ্যে একটি সময় বেধে দেন। কিন্তু গতকাল রবিবার দুটি গ্রুপের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে তারা উভয়পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়।
সেখানে একটি পক্ষ ককটেল চার্জ করে বলেও অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আনিচুর রহমান জানান, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।