গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীতে বুধবার ভোরে ঝড়ের কবলে পড়ে ৪জন জেলে নিয়ে একটি ট্রলার ডুবে যায় ।
এসময় সাঁতরে চারজন জেলে তীরে উঠতে পারলেও ট্রলার ও সেখানে থাকা জাল উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের সবার বাড়ি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকি চর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও সাঁতরে তীরে উঠা জেলেদের সাথে কথা বলে জানান যায়, প্রতিদিনের মত আজ ভোরে মেঘনা নদীর ইসমানির চর মোহনায় ছোট ট্রলারে করে তারা মাছ ধরছিলেন।
সে সময় ট্রলারটিতে চালকসহ চারজন যাত্রী ছিলো। হঠাৎ দমকা বাতাসের সাথে ঝড়-বৃষ্টি শুরু হলে ঢেউয়ের তোড়ে ডুবে যায় ট্রলারটি এসময় ট্রলারে থাকা চার জেলে ট্রলার মালিক শুক্কুর আলি,,
নূরউদ্দিন, জান্নাত হোসেন, শাকিল মিয়া সাঁতরে তীরে উঠতে সমর্থন হন তবে ডুবে যাওয়া ট্রলার এবং সেখানে থাকার জাল উদ্ধার করা যায়নি।
ট্রলার মালিক মালিক শুকুর আলী জানান, তিনি গরীব মানুষ খুব কষ্ট করে টাকা ঋণ এনে ট্রলারটি কিনেছিলেন । বাকীদের অবস্থা আরো খারাপ ট্রলার ও জাল হারিয়ে পথে বসার উপক্রম তাদের।