মুন্সিগঞ্জে বুধবার নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৮০ জনের করোনা শনাক্ত হলো।
বুধবার নতুন আরও ৩৩ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫। গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। জেলায় মোট মারা গেছেন ৪৪ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বুধবার নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, গজারিয়া উপজেলায় ৭জন করোনা শনাক্ত হয়েছে।
গত ২২ই জুন তারিখের পাঠানো নমুনার ১৬৩ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, জেলায় ৯২৬২ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৮৬৭৪ টি।