মাসুদ রানা রাব্বানী : রাজশাহী চারঘাটে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন বৈঠকরত অবস্থায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ” (জেএমবি’র) তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় জব্দ করা হয় বিতর্কিত উগ্রবাদী বই, লিফলেট এবং ইয়ানাত সংগ্রহের রসিদ।
শুক্রবার দুপুর ২টায় চারঘাট থানাধীন ডাকরা বাজার এলাকায় জনৈক মোঃ শুকচান আলী ’র বসত বাড়িতে বৈঠকরত অবস্থায় তাদের আটক করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক।
আটককৃতরা হলো: চারঘাট থানাধীন ডাকরা গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে মোঃ শুকচাঁন আলী (৬০), মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক ওরফে ফেলু (৪৫), মোঃ নইমুদ্দিনের ছেলে মোঃ শরীফুল ইসলাম (৪২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী’দের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।