মোহাম্মদ শাহরিয়ার:
মুন্সীগঞ্জের ডিবি পুলিশের অভিযানে ইংরেজি গতকাল রবিবার রাত ৯টা ৩৫ মিনিটের সময় মুন্সীগঞ্জ সদও উপজেলার ভিটিশিলমন্দি গ্রামের জনৈক আবুল সেক্রেটারি এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মানিক বেপারি (১৯), পিতা মনির বেপারি চর ভৈরবী থানা-হাইমচর জেলা- চাঁদপুর,
দক্ষিণ ইসলামপুর (খোকন ফরাজির বাড়ির ভাড়াটিয়া থানা ও জেলা মুন্সীগঞ্জ ও মোঃ শাকিল মদবর (৩৩) পিতা মোঃ আরব আলী মাদবর সাং পশ্চিম মোক্তারপুর থানা ও জেলা মুন্সীগঞ্জদেরকে ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তাহাদের সকলের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।