মোহাম্মদ সেলিম
ভালোবাসার এমনি টান
বুঝে না সে বাড়ির মান।
শিশু থেকে বড় হওয়া
বাবা মার কতো ভালোবাসা
সব কিছু দেয় সে ছাড়িয়া
ভালোবাসার এমনি টান
বুঝে না সে বাড়ির মান।
ভবেতে সে মজেছে প্রেমিকের প্রেমেতে
উড়ু উড়ু করে এই মন
ভালোবাসা পেতে সারাক্ষণ
ভালোবাসার এমনি টান
বুঝে না সে বাড়ির মান।
পরিবারের সবাই এ ভালোবাসাকে করে ডিনাই
প্রেমিকার কান্নার জল করে ছলছল
এবার প্রেমিকা ঘর ছাড়ে প্রেমিকের হাত ধরে
ভালোবাসার এমনি টান
বুঝে না সে বাড়ির মান।