শাহরিয়ার হোসাইন: মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরমুক্তারপুর থেকে ৩১২ ক্যান বিয়ার উদ্ধার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এই অভিযানে বড় ধরনের একটি বিয়ারের চালান আটক করতে সক্ষম হয়।
মঙ্গলবার দুপুর তিনটা ২৫ মিনিটের সময় চরমুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। মো: ইমরান হাওলাদার (২৪) চরমুক্তারপুরে এ বিয়ারের ব্যবসা করতো বলে খবর পাওয়া গেছে। ইমরানের পিতার নাম হচ্ছে আবুল হোসেন হাওলাদার।
তাদের গ্রাম বাড়ি হচ্ছে চরমুক্তারপুর। তাদের বসত বাড়িতে অভিযান সময় ১৩ কেইচ অর্থাৎ ৩১২ তিনশত বার ক্যান বিয়ার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই সময় ইমরান হাওলাদার ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ইমরান হাওলাদার একজন বড় মাপের মাদক ব্যবসায়ী বলিয়া এলাকার স্থানীয় লোকজন জানায়। পলাতক ইমরান হাওলাদার এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।