নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে নতুনগাওয়ে তাবলীগের জেলা মার্কাজের দিনব্যাপী জোড় অনুষ্ঠিত হয়েছে। গত
শুক্রবার বাদ ফজর থেকে তিন চিল্লার সাথীদের নিয়ে এই জোড় অনুষ্ঠিত হয়। জোড়ে সহস্রাধিক তিন চিল্লার
সাথীরা অংশ গ্রহণ করেন এবং ঢাকার কাকরাইল ও স্থানীয় মুরুব্বিগণ জোড়ে বয়ান করেন। ফজর বাদ বয়ান
করেন মাওলানা মোঃ মোহাসিন, জুম্মার আগে জুম্মাবাদ এবং আছরবাদ বয়ান করেন প্রফেসর মোঃ ইউনুস।