সালমান হাসান ও আনোয়ার হোসেন:
শ্রীনগর উপজেলার শ্রীনগরের প্রধান সড়ক থেকে ষোলঘর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা। এর মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে ষোলঘর বাজার থেকে ষোলঘর বাসস্ট্যান্ড পর্যন্ত। শ্রীনগর প্রধান সড়ক থেকে ষোলঘরে যাওয়ার পথে শ্রীনগর উপজেলার সবগুলো সরকারি প্রতিষ্টান হচ্ছে।
যেমন শ্রীনগর উপজেলা পরিষদ, শ্রীনগর থানা ও শ্রীনগর উপজেলা হাসপাতালসহ একাধিক প্রতিষ্টান রয়েছে এ পথে। অথচ এ সড়ক পথের রাস্তায় রয়েছে বেহাল দশা। রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় এ রাস্তার পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
সেখানে বৃষ্টির পানিতে ভর্তি হয়ে থাকে। তাতে এ পথে চলাচলে দেখা দেয় অসুবিধা। এলাকাবাসী এ বিষয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।