তুষার আহাম্মেদ :
মুন্সীগঞ্জে জেলা ভিত্তিক ৭দিন ব্যাপি কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় জেলা ইনডোর স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়। ক্যাম্পে অংশ নিচ্ছে ৫০জন প্রশিক্ষনার্থী।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি
দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম,
সাউথ এশিয়া কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,
বাংলাদেশ কারাতে ফেডারেশন সহ-সভাপতি ইকবাল হোসেন। ৭দিনের ক্যাম্প শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।