বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (রাজনৈতিক) পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের মাহবুব হোসেন পিপিএম (বার) বিপিএম (বার) এর পক্ষ থেকে প্রদানকৃত মাস্ক মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের মাধ্যমে সর্বস্তরের জনগণের মাঝে বিতরণ করা হয়।
গত বুধবার ২ডিসেম্বর দুপুর ৩ টায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম এর হাতে মাস্ক প্রদান করা হয়। পরে তা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। মাস্ক প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোষ্ট ও কালবেলার জেলা প্রতিনিধি ও অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন মুন্সীগঞ্জ এর যুগ্ম সাধারণ
সম্পাদক মোঃ রুবেল ও মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকাল সদরের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও জাগো মুন্সীগঞ্জ অনলাইন প্রকাশক সম্পাদক সাংবাদিক মো.সুজন বেপারী ও মোঃ আনোয়ার হোসেন।
অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, আমি যেই স্কুলে পড়েছি তা মুন্সীগঞ্জে নিরীহ মানুষের ঘামে গড়া। আমি তাদের কাছে ঋণী। অতএব, আমার সামাজিক দায়বদ্ধতা থেকে যতদিন এই মহামারী করোনা ভাইরাস থাকবে ততদিন আমার পক্ষ থেকে বিভিন্ন ধরণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।