মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মিরকাদিম পৌর নাগরিক সমাজের ব্যানারে নির্যাতিত ও ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল ১০ টায় ঘন্টাব্যাপী জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়েছে।
অসংখ্য সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন নিপীড়ন সহ জোরপূর্বক বাড়ীঘর দখল ভাংচুর, লুটপাট, ত্যাগী ও আদর্শবান আওয়ামী লীগ নেতা কর্মীদের মিথ্যা মামলার অভিযোগ এনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মিরকাদিম পৌর
আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান ১ নং ওয়ার্ড কাউন্সিলর
আলহাজ্ব আব্দুল জলিল মাদবর সহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা এসময় শহিদুল ইসলাম শাহিনকে মেয়র পদে মনোনয়ন না দিয়ে দলের ত্যাগী ও নিবেদিত নেতাদের
মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদেরের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।