মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মোল্লা মৃত্যু বরণ করেছেন। গতকাল মঙ্গলবার ১২ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
ইন্না-লিল¬াহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল (৭৫) বছর। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার সকাল ১১টার সময় মোল্লাকান্দি ঈদগাহ্ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ উল সাবেরিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ-আলম মল্লিক, মৃত বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ মোল্লার ভাতিজি ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা,
জেসমিন আক্তার জুই, মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এটিএম দেলোয়ার হোসেন,
মোল্লাকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হেলাল ছৈয়াল, ডেপুটি কমান্ডার এ কে এম আব্দুল বাশার মোল্লা।