নিজস্ব প্রতিবেদক:
মিরকাদিম পৌরসভার নির্বাচনে আ’লীগ থেকে মেয়র পদে হাজি সালামের মনোনয়ন পাওয়ার পর থেকে সেখানে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এরি মধ্যে বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিনের সমর্থকরা সালামের বাড়ি ও ছেলের ওপর হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে আতংক সৃষ্টির লক্ষ্যে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানা গেছে। এছাড়া একাধিক পয়েন্টে সালামের সমর্থকদের বাড়িতে হামলা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এগুলো হচ্ছে রামগোপালপুরে ছাত্রলীগ নেতা সাইদ আকাশের বাড়িতে হামলা ও বাড়ি ভাংগচুর করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ভুবনগড়ার মিরকাদিম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম এর বাড়িতে অনুরূপ হামলা ও ভাংগচুর করা হয়েছে বলে শোনা যাচ্ছে। এসব ঘটনার পরপরই সালামের সর্থকরা বিশাল লোকজন জড়ো করে মেয়র শাহিনের বাড়ির দিকে যাচ্ছে বলে একাধিকভাবে খবর পাওয়া যাচ্ছে। এদিকে এসব ঘটনার পর শাহিন আত্ন রক্ষার জন্য তার নিজ বাড়ি থেকে অন্যত্র চলে গেছে।
রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ নিজের গাড়ীতে করে শাহীনকে মিরকাদিম থেকে রামপাল নিয়ে যায় বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন।