গজারিয়া থানা পুলিশের হাতে আটক নৌ ডাকাত রাসেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ রবিবার (১৭ জানুয়ারি) বিকালের দিকে নৌ ডাকাত রাসেলকে মুন্সীগঞ্জ আমলী আদালত ৫ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শান্তি চন্দ্র দেবনাথ এর আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্ররণের নির্দেশ দেয় আদালত।
এর আগে নৌ ডাকাত রাসেলকে (৩০) শনিবার রাত দেড়টার দিকে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, তার বিরুদ্ধে দাউদকান্দি, গজারিয়া, মতলব, তিতাস, সোনারগাঁ থানায় প্রায় ১৪টি ডাকাতি মামলা রয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে তার নিজ বাড়ি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া পুরানচর চাষী গ্রামে অভিযান চালিয়ে তার চাচার ঘর হতে তাকে গ্রেফতার করা হয়।
গজারিয়া থানা ডিউটি অফিসার এসআই তানভির জানায়, সড়ক ও নৌ-পথের আঞ্চলিক ডাকাত মোঃ রাসেলকে (৩০)গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে গজারিয়া থানায় ০২ টি জিআর ওয়ারেন্টসহ কুমিল্লা, দাউদকান্দি ও তিতাস থানায় মোট ১৪টি মামলা রয়েছে বলে অনলাইনে সার্চ দিয়ে জানাগেছে।