
সিরাজদিখানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২১ জানুয়ারী সিরাজদিখান থানার অফিসার এসএম জালালউদ্দিন এর দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে চৌকস অফিসার এসআই মোঃ মামুন মিয়ার নেতৃত্বে এএসআই হাসিবুল হাসান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ৬ মাসের সাজাপ্রাপ্ত সহ ৩ আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে সুরুজ মিয়া (৫০) ও ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের জলিল মিয়ার ছেলে ইদ্রিস (৫৫) অপর আসামী ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের দেলোয়ার
হোসেনের ছেলে নাফিজ (৩৪) সিরাজদিখান থানার এসআই মামুন মিয়া জানান বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টর আসামীদের কে অত্র থানা এলাকায় সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করিয়া আসামীদের গ্রেফতার করি। যথা সময়ে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।