
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব (২৫) নামের যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের সাথে থাকা অনতু নামের নিহতের বান্ধবি আহত হয়েছে।
আজ বুধবার (২৭ জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দীন ইসলামের ছেলে। আহত অনতু একই এলাকার বসিন্দা বলে জানাগেছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আফজাল হোসেন জানান, মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলটি দোগাছি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং-এর সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাকিবের মৃত্যু হয়।
এ সময় তার সাথে থাকা তার বান্ধবি মোটরসাইকেলের অপর আরোহী অনতু নামের মেয়ে আহত হয়। আহতকে তার আত্নীয় স্বজনেরা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের পক্রিয়া চলছে।