মাসুদ রানা রাব্বানী:
অবশেষে রাজশাহী রেলওয়ের সেই স্টেশন মাস্টার ধর্ষক আজাদকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গত বুধবার বিকেল ৫টার দিকে নাটোর মাধনগর স্টেশন থেকে তাকে গ্রেফতার করেন এসআই মতিন, এসআই মিজান ও সঙ্গীয় ফোর্স। পরে রাত সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া থানায় নিয়ে আসে পুলিশ।
জিঞ্জাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্টেশন মাস্টার ধর্ষক আজাদকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
উল্লেখ্য, রেলওয়েতে চাকুরীর প্রলোভন দেখিয়ে এক যুবতীকে (২৫) ধর্ষণ জোর পূর্বক ধর্ষণ করে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ মঈন উদ্দিন আজাদ (৪২)। ওই ঘটনায় গত ১৮ জানুয়ারী ২০২১ সকালে ওই যুবতী বাদি হয়ে বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী যুবতীর দেওয়া মামলায় স্টেশন মাষ্টার আজাদকে নাটোর জেলার মাধনগর স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে।
জিঞ্জাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।