
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আরামভাগ ক্রীড়া সংঙ্ঘ বনাম সাইফ স্পোর্টিং ক্লাবের খেলায় ৩-২ জয় লাভ করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবার বিকালে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর ৬মিনিটে প্রথম গোল করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ৩২নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ইকেচুকউ কেনেথ । প্রথম গোলের ২মিনিট পরই ৮মিনিটের মাথায় আরামবাগ স্পোর্টিং ক্লাবের স্মিট ব্রাডি পাল্টা গোল করে খেলা ১-১গোলের সমতায় আনেন।
দ্বিতীয়ার্ধে ৫৯মিনিটে আবারো গোল করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ইকেচুকউ কেনেথ। এতে গোলে ২-১গোলে এগিয়ে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে ৬৯মিনিটে আরো এক গোল করেন ১২নং জার্সির সাজ্জাদ হোসেন। এতে ৩-১গোলে এগিয়ে থাকে সাইফ স্পোর্টিং ক্লাব।
খেলার সর্বশেষ ৯৪মিনিটে প্লান্টি শর্টে গোল করেন
আরামভাগের চিজোবা ক্রিস্টোফার। এতে গোলের ব্যবদান কিছুটা কমলেও পরাজিত থাকে দলটি।