মো: তুষার আহাম্মদে :
মুন্সীগঞ্জে ১০৫ মামলার জব্দকৃত বিভিন্ন মাদকের আলামত পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে ১টার দিকে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এর উপস্থিতে এসব আলামত ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিলো, ২৬ বোতল বিদেশী মদ, ২৩ বোতল ফেন্সিডিল, ২ হাজার ২৮০টি ইয়াবা, ২৫ ক্যান বিয়ার, ২৮০ পুড়িয়া হেরোইন, ১ কেজি ২৪২ গ্রাম গাঁজা ও ১ লিটার ৮শ’ মিলি চোলাই মদ। এসব মাদকের বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
জুডশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জানান, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়ে ছিলো। আলামত গুলোর মামলার রায় হয়ে যাওয়ায় এসব মাদক ধ্বংস করা হলো।