মো: তুষার আহাম্মেদ :
শনিবার যোহর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে গজারিয়া থানার টেংগারচর ইউনিয়নে চিরবিদায়ে আজ শনিবার রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
তার জানাজা অনুষ্ঠিত হয় ভাটের চর বাজার সংলগ্ন মাঠে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী,
গজারিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মহাসিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,গজারিয়া উপজেলার সকল মুক্তিযুদ্ধা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
জানা যায়, ঢাকার ভগবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টায় তিনি মৃত্যুবরণ করেন ।