মোহাম্মদ সেলিম:
মুন্সীগঞ্জ সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে রিপন ও কল্পনার সমর্থকদের মধ্যে পূর্ব শ্রুতার জের হিসেবে বুধবার রাত সোয়া ১০টার দিকে দুই গ্রুপের সংর্ঘষের ঘটনা ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ সংর্ঘষে উভয় গ্রুপে ব্যাপক ককটেল নিক্ষেপ করে বলে শোনা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত কিংবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
রাজারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের রিপনের পক্ষে জুয়েল সিকদার সমর্থক ও স্থানীয় আলমগীর মেম্বারের ছোট ভাই আলামিনের সাথে দীর্ঘ বছর ধরে স্থানীয় বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের হিসেবে আজ রাতে সেখানে এই নিয়ে উভয় গ্রুপের সমর্থকদের মাঝে পুনরায় হামলার ঘটনা ঘটেছে বলে সূত্র মতে জানা গেছে।
এ হামলা আরো জোরদার করতে কল্পনার পক্ষের সমর্থকরা প্রতিবেশি গ্রাম মহেশপুর থেকে আরো বেশি পরিমাণ লোকজন রাজারচর গ্রামের দিকে রওনা হয়েছে বলে খবর চাউর হচ্ছে। তবে এ রাতে সেখানে কি ঘটে তা নিয়ে শংকায় রয়েছে সাধারণ মানুষেরা। বিস্তারিত আরো খবর আসছে….চোখ রাখুন
Valo vabe Jane tar pore news korben thanks