
তিনি গত কয়েকদিন ধরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সরকারি ভাতাভোগী ১হাজার ২শত জনের মাঝে নিজস্ব উদ্যোগে এ সিম কার্ড বিতরণ করেছেন।
সিম কার্ড বিতরণ কালে ফারহানা আক্তার এ্যানি বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শতভাগ স্বচ্ছতার সাথে ভাতার টাকা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে।
সে জন্য প্রত্যেকের নিজস্ব বিকাশ একাউন্ট খোলার আদেশ দেওয়া হয়েছে তবে অনেক মানুষ তা করতে না পারায় সংশ্লিষ্ট এজেন্টের মাধ্যমে সিমকার্ড কেনা এবং নগদ একাউন্ট খুলে দিচ্ছেন তারা। শুধু তাই নয় অ্যাকাউন্ট খুলতে এসে যাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের খাবারের ব্যবস্থা করেছেন তিনি।
প্রত্যেকে স্বস্তির সাথে নির্ঝঞ্ঝাটভাবে নিজেদের পরিচয় পত্রের মাধ্যমে সিম কার্ড নিয়ে নগদ একাউন্ট খুলে বাড়ি ফিরে গেছেন।