নিজস্ব প্রতিবেদক: টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাক্ষণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় গতকাল শুক্রবার বীর মুক্তিযোদ্ধের সম্মাননা দেয় হয়। বীর মুক্তিযোদ্ধা সম্মাননা পেয়েছেন একাধিক অবসর প্রাপ্ত সেনা বাহিনীর কর্মকর্তাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এ অনুষ্ঠানের যৌথভাবে আয়োজনে ছিলেন রোটারী ক্লাব, মুক্ত স্বদেশ ও মেঘ বালিকা সংঘ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘ বালিকা সংঘের সভাপতি খাদিজা জামান। অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা ভাষার মাস হিসেবে বিদ্যালয়ের শহীদ মিনাওে পুস্পস্তবক অর্পন করে। সেনা বাহিনীর মধ্যে যারা মুক্তিযোদ্ধের সম্মাননা
পেয়েছেন তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জয়ন্ত কুমার সেন, রোটারী ক্লাব ও মুক্ত স্বদেশ এর প্রেসিডেন্ট, বীর প্রতীক মেজর জেনারেল (অব:) জামীল দিন এহসান, মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাশ, কর্ণেল (অব:) মঈদুল হক,
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম, বীর প্রতীক মাহাবুব এলাহী রঞ্জু। অন্যান্য যারা এ সম্মাননা পেলেন তারা হচ্ছেন বীর বিক্রম মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ
লুৎফর রহমান, মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক, আ: রউফ মোল্লা, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন,
শেখ আ: রব প্রমুখ। এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বদিউজ্জামান বাবুল মাস্টার ও আজমল হোসেন অপু। এ অনুষ্ঠান শেষ পর্বে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়।