নিজস্ব প্রতিবেদক:
গজারিয়ায় বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। এসব লাইন অনেকের বাড়ি ঘরের সামনে দিয়ে চলে গেছে।
হাই ভোল্টেজের এ বিদ্যুতের লাইনের কারণে বসত বাড়ির লোকজনেরা বর্তমানে আতংকের মধ্যে দিন যাবন করছে। বিদ্যুৎ লাইনের ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়ে কর্তৃপক্ষের কোনো নজরদারি এ বিষয়ে তেমনটা লক্ষ্য করা যায় না বলে অভিযোগ উঠেছে।
আর এসব লাইনের তারে জড়িয়ে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানিসহ নানা ধরণের দুর্ঘটনা। এলাকাবাসী এ বিষয়ে আশু ব্যবস্থা কামনা করেছেন।
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নাগেরচর গ্রামে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের চিত্র চোখে পড়ে সব সময়ে। দেখা যায়, হাই ভোল্টের ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুৎ সঞ্চালন তারগুলো গ্রামের বাড়ির ছাদ বা টিনের চাল দিয়ে ছুঁই ছুঁই করে চলে গেছে অন্য স্থানে।
ফলে ঝড়ো হাওয়া বা বৃষ্টিতে গাছের ডাল ভেঙে বিদ্যুতের সংযোগ তার ছিঁড়ে সড়ক বা বাড়ির পাশের রাস্তা ও খোলা জায়গায় পড়ে যেতে পারে যে কোন সময়ে।
পরে অসাবধানতাবশত ওইসব তারে জড়িয়ে দুর্ঘটনার কবলে পড়ার আশংকা রয়েছে গ্রামবাসীদের।