নিজস্ব প্রতিবেদক: মুক্তারপুরে বিসিক শিল্প নগরীতে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই। যার কারণে সেখানে আগুন নেভাতে সকলকে বেগ পেতে হচ্ছে। এছাড়া বিগতদিন এর আশপাশের ডোবানালা মাটি ভরাটের কারণে এখানে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না।
ভূমি দস্যুরা তাদের নিজেদের লাভের জন্য এখানে ডোবানালা মাটি ভরাট করে ফেলেছে। আর এখন এ নিয়ে এখানে বিপত্তি দেখা দিয়েছে। সাধারণত এ ধরণের শিল্প কারখানা গড়ে উঠলে সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকার বিধি বিধান রয়েছে।
এছাড়াও শিল্প কারখানার নিজস্ব উদ্যোগে অগ্নি নিবারণের জন্য যন্ত্রপাতি রাখার নিময় রয়েছে। কিন্তু এখানে বেশিরভাগ কারখানায়ই এ ধরণের যন্ত্রপাতি নেই বলে খবর পাওয়া যাচ্ছে। তাই বিষয়টি তদন্ত হওয়া খুবই জরুরী।