নিজস্ব প্রতিবেদক:
টঙ্গীবাড়ির আব্দুল্লাহ্পুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উত্তর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনটি হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে হায়দার আলীকে সভাপতি ও রাজা মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ,
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. বাদশা মিয়া, আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস,এম বাবর কবির,
সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম। উদ্বোধক ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তার ভাষন দেন সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন।
আব্দুল্লাহপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি শ্রী গোপাল চন্দ্র পাল।