নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন শনিবার পৌনে ৫টার দিকে। এ সময় টঙ্গীবাড়ী এরাকায় মুন্সীগঞ্জের ডিবি পুলিশের অভিযানের সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি
ইউনিয়নের কংসপুরা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রহমাতুল্লাহ সরকার (৩০) কে ইয়াবাসহ গ্রেফতার করে। তার কাছ থেকে ডিবি পুলিশ ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তার পিতার নাম হচ্ছে মৃত খলিল সরকার।
ঘটনার সময় তাকে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের ছোট কেওয়ার এলাকা থেকে মুন্সীগঞ্জের ডিবি পুলিশ আটক করে।
আটককৃত রহমাতুল্লাহ মোল্লাকান্দি ইউনিয়নের সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।