নিজস্ব প্রতিবেদক:
সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই, মুন্সীগঞ্জ জেলার আগামী এক বৎসরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।
শুক্রবার ৫ মার্চ বিকেল ৫টায় ঢাকা নিউ মার্কেট রহিম স্কয়ারে কেন্দ্রীয় কার্যালয় থেকে নবগঠিত কমিটি অনুমোদন করা হয়।
মোঃ মনির হোসেনকে পুনরায় সভাপতি ও মোঃ রাসেল ফরাজীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করেন নিরাপদ চিকিৎসা চাই এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান যুবরাজ খান ও মহাসচিব উম্মে সালমা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিন আহম্মেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কাকলী মল্লিক,
আনিছুর রহমান ও সোহাগ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রায়হান সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক এবায়দুল হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ হাসান, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাওন শেখ, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা শারমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী বাচ্চু,
ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন পাঠান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ ইমরান দেওয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ গোলাম রসুল (শাহীন), সদস্য স্বর্না খান, মোঃ জুম্মন, মোঃ ইউসুফ শেখ ও ফয়সাল হোসেন।