হোসাইন শাহরিয়ার:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকায় অটো গাড়ি এবং মিশুক গাড়ি চোর চক্রের সদস্য সাদ্দামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মিশুক গাড়ি চালক রায়হান জানান, সকাল ৮ টার সময় আমার গাড়িটি ভাড়া করে সাদ্দাম চক্ররা। সে টঙ্গীবাড়ি, ধলাগাঁও বাজার, এবং মুন্সীগঞ্জ শহর ও এর আশ পাশের নানা নিরব রাস্তা দিয়ে ৬ ঘন্টা ঘুরাফেরা করে।
এ সময়ের মধ্যে সে বিভিন্ন রাস্তায় থেমে থাকা অটো রিকশা গাড়ি এবং মিশুক গাড়ি গুলোকে নকল চাবি দিয়ে চুরি করার চেষ্টা করে। কিন্তু আশ পাশের প্রচুর মানুষের চলাচলের কারণে চুরি করতে ব্যর্থহয় সাদ্দাম। সাদ্দাম
নয়াগাঁও পূর্বপাড়া গ্রামের আওলাদ হোসেন এর ছেলে। তার সাথে অপর আরেক চক্রের সদস্য হচ্ছেন দেওভোগ গোসাই বাড়ির জুলহাস মিয়ার ছেলে শিপন।
চলমান অবস্থায় শিপন কাটাখালী বাজারে নেমে যায়। এরপরেও সাদ্দাম গাড়িটি নিয়ে রিকাবী বাজার এলাকায় যেতে বলে মিশুক চালক রায়হানকে।
কিন্তু রায়হান কৌশল খাঁটিয়ে মিরেশ্বরাই এলাকায় তার গাড়ির মালিককের কাছে গিয়ে বিষয়টি জানালে ঐ চোর চক্রের সদস্য সাদ্দামকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।