নিজস্ব প্রতিবেদক; মুন্সীগঞ্জ শহর গ্রামের প্রধান সড়কে যত্রতত্রভাবে অবৈধভাবে ট্রলি চলাচল করছে। কখনো কখনো শহরে অবস্থানরত ট্রাফিক পুলিশ এসব অবৈধ ট্রলি আটক করে। তবে কিছুক্ষণ পর আবার সেই ট্রলি গুলো রহস্যজনক কারণে ছাড়া পেয়ে যায়।
এভাবেই চলছে এগুলোর চলাচল। এগুলোর বেপরোয়া চলাচলে অতিষ্ঠ মুন্সীগঞ্জের মানুষ। এগুলো চলাচলে আইনতো নিষিদ্ধ। তবুও এগুলো কোন না কোনভাবেই চলাচল করছে পুলিশের নাকের ডোগায়। এদের এ ধরণের চলাচলে অনেকেই নানাভাবে দূর্ঘটনার শিকার হচ্ছে।
গতকাল বুধবার রাতে মুন্সীগঞ্জ পৌরসভাস্থ দক্ষিণ ইসলামপুর গ্রামে একটি আলু বোঝাই ট্রলি কাত হয়ে একটি যাত্রীবাহী মিশুকের ওপরে পরে যায়। তাতে মিশুকে বসা একজন যাত্রীসহ চালক গুরুতরভাবে আহত হয়। এর দায়ভার এখন কে নিবে।
বেপরোয়াভাবে মাল লোড করে দক্ষিণ ইসলামপুর দিয়ে যাওয়ার পথে একটি মিশুকের উপরে আলুর বস্তা গুলো পড়ে যায় এবং মিশুকের ড্রাইবার ও যাত্রী গুরুতর আহত হয়।