তুষার আহাম্মেদ:
মুন্সীগঞ্জে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে কানাডার হারমনী কালচারাল রিচার্জ এন্ড এক্সচেঞ্জ ফোরাম হুইল চেয়ার বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে তিনজন প্রতিবন্ধী ও বৃদ্ধদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রথম হুইল চেয়ারটি পান জোড় পুকুরপাড় এলাকার বাসিন্দা বাচ্চু (১০৫)। এসময় উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ ই হাসান তুহিন। পরে পূর্ব নওয়াগাঁও এলাকায় গিয়ে মো. আমানউল্লা শেখে (৮০) কাছে হুইল চেয়ার তুলে দেয়া হয়।
এছাড়াও বাকি একটি হুইল চেয়ার দক্ষিণ কেওয়ারের লোহারপুল এলাকার গিয়ে রাত্রি আক্তার (২০) কে প্রদান করা হয়।
হারমনী কালচারাল রিচার্জ এন্ড এক্সচেঞ্জ ফোরাম জানিয়েছেন, আমাদের এই সংগঠন অনলাইনে বিভিন্ন গানের প্রোগ্রাম করে যা অর্থ পাই, তা দিয়ে অসহায় ও প্রতিবন্ধীদের সহায়তা করা হয়।