তুষার আহাম্মেদ :
রবিবার কোস্টগার্ড স্টেশন মাওয়া কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কবুতর খোলা বাজার সংলগ্ন পদ্মা নদী হতে একটি ২০০ সিসি ইঞ্জিন চালিত স্পিড বোট এবং ৭ গ্যালন ঝাটকা মাছ জব্দ করা হয়।
যার প্রতিটিতে আনুমানিক ১৫০ কেজি করে ১০৫০ কেজি ঝাটকা বিদ্যমান ছিল। উক্ত সময় স্পিড বোট হইতে পিক আপ যোগে ঝাটকা পারাপার কাজে নিযুক্ত একজন কে আটক করা সম্ভব হয়।
জানা যায় সে কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়া পিকআপ এর হেল্পার যার নাম আকরাম ঢালি (৩২) , পিতা কলম ঢালি, গ্রাম চর জানাজা, খাসার হাঁট, শিবচর, মাদারিপুর।
অভিযান পরিচালনা করেন স্টেশন মাওয়া কন্টিনজেন্ট কমান্ডার সানওয়ার সিপিও এবং কোস্টগার্ড এর অনান্য সদস্যগন।
পরবর্তীতে দুপুর ১ টার দিকে মাওয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার সানোয়ার সিপিও, উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান, সিনিয়র মৎস কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখের উপস্থিতিতে উপজেলা ভূমি অফিসের
সামনে ঝাটকা সমূহ গরীব দুস্থ এবং স্থানীয় এতিম খানা, মাদ্রাসায় বিলি করা হয়। আটকৃত আসামির আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।