হোসাইন শাহরিয়ার:
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ এর অভিযানে বুধবার দুপুর সোয়া ১২টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকায় দুইজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন মোঃ জাহিদ (২৭)। তার পিতা হচ্ছেন মোঃ বাবুল মুন্সী। অপরজন হচ্ছেন মোঃ মোহন (৩৪)। তার পিতা হচ্ছেন মৃত আলমাছ মিয়া। তাদের উভয়ের বাড়ি হচ্ছে রাম গোপালপুরে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামীদ্বয় নিয়মিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী বলিয়া এলাকাবাসী জানায়। আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ২নং আসামী মোঃ মোহন মিয়ার নামে একটি ৬ মাসের সাজা পরোয়ানা মূলতবি রয়েছে।