তুষার আহাম্মেদ:
মুন্সীগঞ্জে হেলিকাপ্টারে চরে নবীজীর বংশধর মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী আসায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলায় মাদানী কমপ্লেক্সে আয়োজনে সহীহ ঈমান-আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে দিনব্যাপী ইসলামী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে গতকাল বুধবার উপস্থিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
বুধবার দুপুরে উপজেলার পূর্বরাখি হাফিজ নগর মাদানি কমপ্লেক্সে হেলিকপ্টার যোগে মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত মাওলানা সায়্যিদ আসাআদ মাদানীর ছেলে মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী আসার খবরে মাহফিলে সর্বশ্রেণী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
আল্লামা মুফতী হাফীজুদ্দীনের সভাপত্বিতে মাওলানা মাহমুদ মাদানীর পিতা ও ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানীর (রহ.) খলিফা ও দেশবরেণ্য আলেমরা এতে অংশগ্রহণ করেন।
পরে ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও যোহর নামাজের পরে আম বয়ান পেশ করেন মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।