
সিরাজদিখান উপজেলায় হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার বড় শিকারপুর ও শুলপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে আছে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জালাল উদ্দিন, এসআই সেকেন্দার আলীসহ তিন পুলিশ সদস্য। এছাড়া মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ ও হাফেজ মাওলানা বশির আহম্মেদসহ
আহত হয়েছে অনেক নেতাকর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ও নিমতলি এলাকায় অবস্থান করে অবরোধের চেষ্টা করছিল হেফাজতের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর নিকটস্থ বড় বড়শিকারপুর ও শুলপুর এলাকায় হেফাজতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে আহত করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং ফাকা গুলি ছোড়ে। সংঘর্ষচলাকালীন সময়ে বেশকয়েকটি দোকানপাট ভাংচুর, তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া একটি অটোরিকশা ভাঙচুর করে নেতাকর্মীরা।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, সিরাজদিখান থানার ওসির মাথা ফেটে গেছে। আরো কয়েকজন আহত হয়েছে পুলিশ সদস্য। বিস্তারিত জেনে বলা যাবে বলে জানান তিনি।