তুষার আহাম্মেদ:
মুন্সীগঞ্জের সদর উপজেলার মদিনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ১৪জন আহত হয়েছে।
তাদের মধ্যে ৮ জনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুর সোয়া ১টার দিকে টঙ্গীবাড়ি-দীঘিরপাড় সড়কের মদিনা বাজার এলাকার ডাকাতিয়া ব্রীজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম লাকি বেগম (২৫)। সে মিরকাদিম পৌরসভার জাকির হোসেনের স্ত্রী। সে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে শ্রমিকের কাজ করতেন।
এদিকে আহতরা হলেন আমির হোসেন (৪০) জমির (৫০)কাদের (২৫) ফরিদ (২২) সাগর (৫০) রুবি (৩০) সুমন (২৬) জামির (২২) আফজাল (২৬) নুরে আলম (৫০) মোহাম্মদ আলী (৪৫) ও জমির (৫০)।
এদিকে এ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির হোসেন।
এদিকে আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত ৮জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।