মোহাম্মদ সেলিম:
মুন্সীগঞ্জের সন্তান গোলাম আশরাফ খান উজ্জ্বল সাংবাদিক ও প্রত্নত্তত্ব গবেষক। তার একাধিক বই ইতোমধ্যে
প্রকাশিত হয়েছে। ইতিহাস ও প্রত্নত্তত্ব গবেষনার ওপর বই। বাংলাবাজারের বই ব্যবসায়িরা এ বই গুলো প্রকাশ করেন।
এ লেখক ২০ আগষ্ট ১৯৭০ খ্রি: জন্ম গ্রহণ করেন।
জন্মস্থান মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বড় কেওয়ার গ্রামে। পিতা প্রয়াত আলহাজ আবুল
হাসেম খান। মাতা প্রয়াত খাদিজা বেগম। কবিতা দিয়ে লেখালেখি শুরু। লেখক দুই সন্তানের জনক। বড় ছেলে
মুন্না। ছোট মেয়ে মল্লিকা।