মোহাম্মদ সেলিম
মিরকাদিমের পৌর নির্বাচন
গনেশ উল্টে যায় নির্বাসন।
পঞ্চসারে পকেট ভরা দল
সুবিধাবাধিরা বলে নৌকায় চল।
চরকেওয়ারে আছে কতো জল
এবারের খেলায় তরুণের দল।
মোল্লাকান্দিতে নিজেদের মধ্যে ক্ষয়
মাঝে মধ্যে দেখায় বোমার ভয়।
আধারাতে দুই পাড়ের বিরোধ
সুবিধায় থাকে আমজনতার আড়ৎ।
বজ্রযোগিনীতে ঠান্ডা ঠান্ডা ভাব
একজনের সুবিধায় মিয়াবাড়ির ডাব।
রামপালে ডানে বামে কতো তান্ডব
রাজ টিকায় আন্ডার ওয়াল্ডের বান্ধব।
মহাকলীতে মাজার শরীফের আস্তানা
দল বেদে খুঁজে নেয় দর্শনা।
শিলইতে পদ্মা নদী ভাঙ্গনের ঢেউ
ঘর গুছিয়ে উঠতে পারেনা কেঊ।
২৬ সেপ্টেম্বর ২০২১ খ্রি: শনিবার রাত ১১.৩০ মি: