নিজস্ব প্রতিবেদক:
আজ ১৮ অক্টোবর ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন।
ঢাকার ধানমন্ডিতে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ১৯৬৪ খ্রিস্টাব্দে ১৮ অক্টোবর জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার কোল আলো করে শিশু রাসেলের জন্ম হয়। পাঁচ ভাই বোনের মধ্যে রাসেল হচ্ছে সবার ছোট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের সন্তান ছিলেন শেখ রাসেল।
ভাই বোনদের মধ্যে অন্যরা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল।
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শেখ জামাল।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ রেহানা।
১৯৭৫ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট ভোরে সেনা কর্মকর্তারা ট্যাঙ্ক দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডিস্থ ৩২ নম্বর বাসভবন ঘিরে ফেলে। এই সময় শেখ মুজিব, তার পরিবার এবং তার ব্যক্তিগত কর্মচারীদের সাথে শেখ
রাসেলকেও সেনাবাহিনীরা হত্যা করে। তখন শেখ রাসেলের বয়স হয়েছিল মাত্র ১১ বছর ২ মাস। মৃত্যুর সময় শেখ রাসেল ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শেখ রাসেলের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ক্লাব। ১৯৯৫ খ্রিস্টাব্দে পাইওনিয়ার ফুটবল লীগে খেলার মাধ্যমে যাত্রা শুরু করে ক্লাবটি।
১৯৮৯ খ্রিস্টাব্দে ২০ ফেব্রুয়ারি শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ প্রতিষ্ঠা করেন।