৪ ফেব্রুয়ারি ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম: মুন্সিগঞ্জে পাসপোর্ট “নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” স্লোগানে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কেক কেটে সেবা সপ্তাহের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন, উপসহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুন্নাহার শিল্পীসহ বিভিন্ন গনমাধ্যমের স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এর আগে সাংসদ, জেলা প্রশাসক ও অতিথিরা পাসপোর্ট অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও সেবা গ্রহীতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।