রবিবার, ১ এপ্রিল ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম: শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে উপজেলার বেজগাও থেকে ৮ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বেজঁগাও বাসষ্ট্যান্ডে গত ২৯ মার্চ রাতে স্যুপ কেনাকে কেন্দ্র করে ক্রেতা বাপ্পি (১১) ও বিক্রেতা দোকানী সজিব (৩০) এর সাথে কথা কাটাকাটি হয়।
পরে বাপ্পিকে মারধর করে সজিবের দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে বাপ্পির আত্নীয়-স্বজন এসে তাকে ছাড়িয়ে নেয়। এঘটনাকে কেন্দ্র করে পরদিন সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শহিদুল, বাতেন, দেওয়ান বাবু, জাফর ও কালা সজিবের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে চকবাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে চকবাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
এঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শুভ খান (২৫), পাভেল (২৫), বিদ্যুৎ (২৪), উৎস (২৩), সজিব (৩০), মহসীন (৩২), সাব্বির (১৯) সহ মোট ৮ জনকে আটক করেছে। শনিবার দুপুরে এক পক্ষ আটককৃতদের থানা হাজত থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করলে অপর পক্ষ থানার সামনে মানব বন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।
কালের কথা