মোহাম্মদ সেলিম ও নাজির হোসেন, মঙ্গলবার, ২২ মে ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
ভ্রাম্যমান আদালতের নির্দেশ উপেক্ষা করে মুন্সিগঞ্জের ফলপট্টিতে অবাধে আম বিক্রি হচ্ছে। ফল ব্যবসায়িরা আম বিক্রিতে মেতে উঠেছেন।
সরকারিভাবে নির্দেশ আছে চলতি মাসের ২৫ তারিখের পর থেকে ফলের বাজারে আম বিক্রি করতে পারবে। কিন্তু মুন্সিগঞ্জের ফলের বাজারের ব্যবসায়িরা আদেশ মানতে নারাজ। এই কারণে রোজার পঞ্চম দিনেও ফলের বাজারের বেশিরভাগ দোকানে আম বিক্রি করতে দেখা গেছে।
এই দিকে রোজার দ্বিতীয় দিনে এই ফলের বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবির দাস আসেন। তিনি এই বাজারের কয়েকটি ফলের দোকানে আম দেখতে পেয়ে তা রাস্তায় ফেলে নস্ট করে দেন। আর সবাইকে প্রথমবারের মতো ক্ষমা করে আগামী ২৫ তারিখের পর থেকে আম বিক্রি করার নির্দেশ দেন। কিন্তু এই আদেশ এখানে উপেক্ষিত হচ্ছে।
এই বাজারে যারা বর্তমানে আম বিক্রি করছেন তাদেরকে গত কয়েকদিন আগে ভ্রাম্যমান আদালতের নির্দেশ সর্ম্পকে জিজ্ঞেস করলে তারা নিশ্চুপ থাকে। এ বিষয়ে তারা কোন প্রশ্নের উত্তর দেননি।
মুন্সিগঞ্জ বাজারের নিশাত ক্লথ স্টোর পূর্ব দিকে জুবায়ের নামের এক ব্যক্তিকে হিম সাগর আম বিক্রি করতে দেখা যায়। তিনি এই আমের দাম হাকেন ১৪০ টাকা।
মুন্সিগঞ্জ পৌরসভার সামনে এক ব্যক্তিকে ভ্যানগাড়ীতে প্রচুর পরিমাণ আম বিক্রি করতে দেখা গেছে।
এদিকে ফলের বাজারের সোহেলকে হিম সাগর আম বিক্রি করতে দেখা যায়। সে এই আমের দাম হাকেন ১৩০ টাকা। এছাড়া
সামাদ, আয়নাল, সবুজ ও দেলার দোকানেও এই হিম সাগর আম বিক্রি করতে দেখা গেছে। এই হিম সাগর আম আবার কেউ কেউ ১২০ টাকা দরেও বিক্রি করছে। এর ফলে বাজারে আমের দামের হের ফেরের কারণে ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।