রবিবার, ২৪ জুন ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম:
গজারিয়ায় ভূয়া সাংবাদিক পরিচয় প্রদানে এস আলম পরিবহনের যাত্রী রাসেল নামে এক যুবকে আটক করেছে ভবেরচর ফাঁড়ি থানা পুলিশ।
ভবেরচর ফাঁড়ির সার্জেন্ট আলমগীর হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে আনারপুরা বাস ষ্ট্যান্ডে নায়েক লিটন হোসেন ও কনষ্টবল অনিক মোল্লা ডিউটিকালে ঢাকামুখী এস আলম পরিবহন যা চট্র-মোট্র ব ১১-১০৬৮ একটি গাড়ি উল্টপথে যেতে বাধা দিলে অভিযুক্ত রাসেলসহ ৩ থেকে ৪ জন যাত্রী মিলে পুলিশ সদস্যদের সাথে আচরণ রাখাপ করে।
যাত্রী রাসেল(৪০)কে পুলিশ আটক করে তার নাম ঠিকানা জানতে চাইলে, সে প্রথমে নিজকে রেডিও ধ্বনি সংস্থার সাংবাদিক পরিচয় দেয়। সে নিজের নাম স্থায়ী ঠিকানা ভূল প্রদান করে। তিনি আরও জানান অভিযুক্ত রাসেল প্রথমে তার নাম তৈফিক পিতার নাম মিজান সাং শরিয়তপুর জানায়। আসলে সে চট্রগ্রামের কাপতাই থানার মৃত খলিলুর রহমানের ছেলে কাঠ ব্যবসায়ী রাসেল। ভূয়া সাংবাদিক পরিচয়, পুলিশের সাথে আচরণ খারাপ করার দায়ে রাসেলের বিরুদ্ধে পুলিশ আইনে মামলা দিয়ে তার ব্যবস্থা নেয়া হচ্ছে।
অভিযুক্ত রাসেল জানান পুলিশের কাছ থেকে তাড়াতাড়ি ছাড়া পেতে প্রথমে নিজকে মিথ্যা পরিচয় ও নাম ঠিকানা ভুল দিয়েছে। এক সময়ে সে রেডিও ধ্বনিতে সাংবাদিক হিসেবে কাজ করেছিল তাই সাংবাদিক পরিচয় দিয়েছেন।